Sunday, March 8, 2009

কবিতা আবার তোমায় মনে পরলো

After a long break I somehow managed to write a poem. I know it's not worth posting. But it made me very satisfied & so wanted to share this moment. And c'mon who reads my blog anyway? :-)

Anywho, if you somehow come across this little piece, please share your opinion, coz it matters.

প্রথমে সব রঙগুলো উধাও হয়,
তারপর সাদাকালো উচ্ছিষ্টের
সাদা রঙেও কালচে পরে যায়।
এক রাশ ধুলো বালি ছেয়ে যায় কখন অযান্তে।
শরীর যত বৃদ্ধি পায় - আয়তনে, উচ্চতায়,
ততই সঙ্কীর্‌ন হয়ে পরে শরীরের একখানি ছোট্ট অংশ।

আশঙ্কার আতঙ্কে আশ্রয় নেয়,
আপাত সুরক্ষিত এক ছোট্ট কোটরে।
একদিন পাখি হয়ে উড়ে যেতে চেয়েছিল,
একদিন চেয়েছিল মাটির গন্ধ বুকে নিয়ে হারিয়ে যেতে কোথাও।

আজ নুরি পাথরকে পাহার বলে ভুল হয়,
শিশির বিন্দুতে খুঁজে নেয় প্রথম শ্রাবন ধারার তৃপ্তি।

আজ তার কাছে বাঁচার মানে-
মৃত্যু এখনো আসেনি।