নষ্টালজিয়া-
শুধু স্মৃতি নয়, একটা ভ্রম।
যা চলে গেছে, যা অতীত
-তার প্রতি অপারক, অন্তহীন ভালোবাসা।
যা চলছে-তা তো সত্যি, বাস্তব;
আর যা আসবে-তার কথা কে বলতে পারে!
তবু ধরা-ছোঁওয়ার বাইরে থেকেও
ধমনির গোড়ায় জাগিয়ে তুলতে পারে-দুঃসাহসিক উত্তেজনা।
কিন্তু অতীত-সেখানে শান্তি, সেখানে নিরাপত্তা।
একটা গোপন আশ্রয় নিজের থেকেও সংগোপনে রাখা,
আদ্যান্ত মগেজের শিরায় শিরায় চিত্রাঙ্কিত।
স্মৃতি বিস্মৃতির উষ্ণ গলিতে পালিয়ে যাওয়ার উন্মাদনা-
নষ্টালজিয়া।